সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে এক মাদ্রাসার সব শিক্ষার্থী ফেল
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার কোন শিক্ষার্থীই পাস করেনি। রোববার (১২ মে) ফল প্রকাশের পর এ নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, মাদ্রাসা থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন এবং সাধারণ বিভাগ থেকে ১০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায় তাদের কেউই পাস করেনি। এছাড়া উপজেলার কয়া শোবলা দাখিল মাদ্রাসায় ২০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদ্রাসার ২০৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলো। এরমধ্যে ৪১ জন পাস করেছে। আর বাকিরা অকৃতকার্য। এছাড়া এ উপজেলায় মাদ্রাসায় ২০.০১ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী পাস করেছে।