সংবাদ শিরোনাম ::
জন্মসনদ জাল করে বিয়ে, কাজি ও বরের বাবা গ্রেফতার
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় জন্মসনদ জাল করে বাল্যবিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- কাজি হাসিবুর রহমান রুমি ও বরের বাবা আবুল কালাম।
জানা যায়, সাঁথিয়া উপজেলার কাজি হাসিবুর রহমান রুমি পাবনা সদর থানার তেলিগ্রামের ওসমান গনির ১৫ বছরের নাবালিকা মেয়ের জন্মসনদ জাল করে আবুল কালামের প্রবাসী ছেলে মিরাজের সাথে বিয়ে রেজিস্ট্রি করেন। এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলা দাযেরের পর পুলিশ কাজি হাসিবুর রহমান রুমি ও বরের বাবা আবুল কালামকে আটক করে। শুক্রবার (৩ মে) তাদের আদালতে প্ররণ করা হয়।
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, জাল জন্মসনদ তৈরি করে বাল্য বিয়ে দেওয়ায় কাজিকে ও বরের বাবকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।