সংবাদ শিরোনাম ::
ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে মায়ের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) পৌর এলাকার মালিরচর সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাহিদের মায়ের সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলো। বউ ও মায়ের সাথে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসাবে দা উদ্ধার করা হয়েছে।