ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরের বেড়া দিতে গিয়ে বাবাও মারা গেছেন। মৃতের নাম-সাদেকুর রহমান ভূইয়া (৫০)।শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই আবু সাঈদ ভূইয়া জানান, সাদেকুর রহমান ভূইয়া দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। বড় ছেলে সৌদি আরব প্রবাসী। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন। সম্প্রতি শাহাদাতকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান।
২৯ এপ্রিল (সোমবার) দুই বন্ধুসহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকচাপায় নিহত হন শাহাদাৎ হোসেন। পরে তাকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। শুক্রবার (৩ মে) ছেলের কবরে বেড়া দিতে বাঁশ কাটতে যান সাদেকুর রহমান। এসময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।