ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকালে গ্রেফতার দুই পুলিশ রিমান্ডে

মো. মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের পোষাক পড়ে যানবাহনে চাঁদাবাজির সময় পুলিশের দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই পুলিশ হলো- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী (২৮) ও সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মহসিন মিয়া (৩১)। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ তাদের কাছ থেকে ৩০ হাজার ২১০ টাকা, নম্বর বিহীন একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের একটি ফুল হাতা শার্ট, পুলিশের একটি প্যান্ট, পুলিশের একটি ট্রাকসুট, একটি রিফ্লেক্টিং ভেন্ট, পুলিশের একটি রেইন কোর্ট ও পুলিশের একটি বেল্ট উদ্ধার করেন। গত (২৫ মার্চ) থেকে গ্রেপ্তারকৃত দুুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, রবিবার (২৪ মার্চ) টাঙ্গাইলের মধুপুরের মমিনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রানা মিয়া মধুপুর থেকে পিকআপ ভর্তি (ঢাকা-মেট্রো-ন-১৯-১৮৬৭) আনারস নিয়ে আশুলিয়ার বাইপাইল আড়তে নামান। রাত আটটার দিকে পিকআপ নিয়ে মধুপুরের উদ্দেশ্যে রওনা করেন। রাত পৌনে দশটার দিকে পিকআপটি মহাসড়কের ধেরুয়া নামক স্থানে পৌছালে পুলিশের পোষাক পরিহিত দুই কনস্টেবল মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে চাপ দিয়ে হাতের ইশারায় থামাতে বলেন। ধেরুয়া ফ্লাইওভার পার হওয়ার পর জনৈক হেলালের মালিকানাধীন ফাঁকা জায়গায় পিকআপটি থামানো হয়। পিকআপের চালক ও চালকের সহকারির কাছে জাল টাকা আছে দাবি করে তাদের গাড়ি থেকে নিচে নামান। পরে তারা ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ১১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন এবং দেওহাটা ফাঁড়িতে নিয়ে তল্লাশি করার ভয় দেখান। এ সময় চালক ও হেলপারের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এবং পাশেই ডিউটিরত মির্জাপুর থানাধীন দেওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা থানা পুলিশকে জানান, তারা দুইজনেই পুলিশের সদস্য। মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত আছেন। কনস্টেবল/৮৪২ রিপন রাজবংশী (বিপি-৯৬১৫১৮১০৯৭) ও কনস্টেবল/৬২৬ মহসিন মিয়া (বিপি-৯২১১১৪৫২১২)। পিকআপ চালক রানা মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। তারিখ- ২৫-০৩-২০২৪। মামলা নম্বর-৩১।

সোমবার (২৫ মার্চ) সকালে তাদের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে আমলী আদালত মির্জাপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান কনস্টেবল রিপন রাজবংশী ও মহসিন মিয়াকে সাময়িক বরখাস্ত করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাইকালে গ্রেফতার দুই পুলিশ রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের পোষাক পড়ে যানবাহনে চাঁদাবাজির সময় পুলিশের দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই পুলিশ হলো- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী (২৮) ও সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মহসিন মিয়া (৩১)। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ তাদের কাছ থেকে ৩০ হাজার ২১০ টাকা, নম্বর বিহীন একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের একটি ফুল হাতা শার্ট, পুলিশের একটি প্যান্ট, পুলিশের একটি ট্রাকসুট, একটি রিফ্লেক্টিং ভেন্ট, পুলিশের একটি রেইন কোর্ট ও পুলিশের একটি বেল্ট উদ্ধার করেন। গত (২৫ মার্চ) থেকে গ্রেপ্তারকৃত দুুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, রবিবার (২৪ মার্চ) টাঙ্গাইলের মধুপুরের মমিনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রানা মিয়া মধুপুর থেকে পিকআপ ভর্তি (ঢাকা-মেট্রো-ন-১৯-১৮৬৭) আনারস নিয়ে আশুলিয়ার বাইপাইল আড়তে নামান। রাত আটটার দিকে পিকআপ নিয়ে মধুপুরের উদ্দেশ্যে রওনা করেন। রাত পৌনে দশটার দিকে পিকআপটি মহাসড়কের ধেরুয়া নামক স্থানে পৌছালে পুলিশের পোষাক পরিহিত দুই কনস্টেবল মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে চাপ দিয়ে হাতের ইশারায় থামাতে বলেন। ধেরুয়া ফ্লাইওভার পার হওয়ার পর জনৈক হেলালের মালিকানাধীন ফাঁকা জায়গায় পিকআপটি থামানো হয়। পিকআপের চালক ও চালকের সহকারির কাছে জাল টাকা আছে দাবি করে তাদের গাড়ি থেকে নিচে নামান। পরে তারা ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ১১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন এবং দেওহাটা ফাঁড়িতে নিয়ে তল্লাশি করার ভয় দেখান। এ সময় চালক ও হেলপারের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এবং পাশেই ডিউটিরত মির্জাপুর থানাধীন দেওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা থানা পুলিশকে জানান, তারা দুইজনেই পুলিশের সদস্য। মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত আছেন। কনস্টেবল/৮৪২ রিপন রাজবংশী (বিপি-৯৬১৫১৮১০৯৭) ও কনস্টেবল/৬২৬ মহসিন মিয়া (বিপি-৯২১১১৪৫২১২)। পিকআপ চালক রানা মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। তারিখ- ২৫-০৩-২০২৪। মামলা নম্বর-৩১।

সোমবার (২৫ মার্চ) সকালে তাদের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে আমলী আদালত মির্জাপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান কনস্টেবল রিপন রাজবংশী ও মহসিন মিয়াকে সাময়িক বরখাস্ত করেছেন বলে জানা গেছে।