সংবাদ শিরোনাম ::
ছিটকে গেলেন তানজিম, ফিরলেন হাসান
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। তার জায়গায় কপাল খুলল ফলে হাসান মাহমুদের। চট্টগ্রামে রোববার (১৭ মার্চ) অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান তানজিম।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। তার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দলে ডাক পাওয়া হাসান মাহমুদ ২২টি ওয়ানডে খেলেছেন। তার ঝুলিতে রয়েছে ৩০টি উইকেট। সবশেষ গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে মাঠে নেমেছিলেন হাসান মাহমুদ।