সংবাদ শিরোনাম ::
ছাদে অবৈধ রেস্টুরেন্ট, ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ জরিমানা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
রাজধানীর গ্রীন রোডের ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাদে অবৈধ রেস্টুরেন্টসহ নানা অনিয়মেয় সঙ্গে জড়িত থাকায় বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
এদিন বিকেল পৌনে ৪টার দিকে ল্যাবএইড হাসপাতালে অভিযান চালায় ডিএনসিসির একটি আভিযানিক দল। এ সময় হাসপাতালের ছাদ যেভাবে ব্যবহার হচ্ছে তার অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখেন।
এ সময় নির্বাহী ম্যাজেস্ট্রেট বলেন, যেহেতু এটা একটা হাসপাতাল রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেহেতু মানবিক কারণে ভাঙার কোন নির্দেশ দেয়া হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।