https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

ছবিতে দেখুন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনার বীভৎসতা

শাহ জালাল, বরিশাল
এপ্রিল ১৭, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ । ৫৯ জন
Link Copied!

ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাক ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৪ জন নিহত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের ঝালকাঠির গাবখান টোল ঘরের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ইতিমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণ করলে ৩ লাখ এবং আহতদের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে।

খুলনা থেকে আসা গাবখান ব্রীজ থেকে নামার সময় সিমেন্ট বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে ঘাতক ট্রাকটি টোল দেয়ার জন্য অপেক্ষায় থাকা ৩টি বেটারী চালিত অটো রিক্সা, একটি প্রাভেটকারকে ধাক্কা দেয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহিতুল ইসলাম জানান, ঘাতক ট্রাকের চালক মোঃ আল আমিনসহ হেলপারকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

ট্রাক চালকের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেলেও গাড়ীর কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এসএম জহিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটানয় হাসপাতালে আনা আহতদের সর্বচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।