চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
আইপিএল’র চলতি আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর বৃহস্পতিবার (২১ মার্চ) নতুন অধিনায়কের নাম অফিসিয়ালি ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।
দলের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ২৭ বছর বয়সী রুতুরাজ গায়কোয়াড় ভারতের হয়ে খেলেছেন ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ২০২১ সালের আইপিএলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান রানসংগ্রাহক ছিলেন এই ব্যাটার।
চেন্নাইয়ে বৃহস্পতিবার আইপিএলের ট্রফি নিয়ে আসরের ১০ দলের ফটোশুট করা হয়েছে। সেখানে প্রতি দলের অধিনায়ক বা সহ-অধিনায়ক উপস্থিত ছিলেন। তবে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেন রুতুরাজ গায়কোয়াড়।
এরপর প্রকাশ্যে আসে দলের অধিনায়কত্ব করছেন তিনি। আইপিএল ট্রফির পাশে দাড়িয়ে ছবিও তোলেন। তারপর ঘোষণা করা হয় চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়কের নাম।
উল্লেখ্য, ২২ মার্চ (শুক্রবার) চেন্নাই-ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চলতি আইপিএল আসর।