চিত্রায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন। বুধবার (১৫মে) সকাল সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
জানায়,মঙ্গলবার (১৪ মে) আছরের নামাজের পর রাজু বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজুকে টেনে নিয়ে যায়। এসময় রাজুর সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ডুবুরি দল মঙ্গলবার (১৪ মে) রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ও তার সন্ধান পায়নি ।