সংবাদ শিরোনাম ::
চিড়িয়াখানায় হাতির পায়ে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত ওই কিশোরের নাম-জাহিদ (১৮)।
জানা গেছে, মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতিটি বল নিয়ে খেলা দেখাচ্ছিল শিশু-কিশোরদের। হঠাৎ করে হাতিটির ফুটবল বাইরে চলে যায়। ওই সময় বলটি নিয়েকিশোর জাহিদ খেলা করে। এরপর হাতিটি ওই কিশোরকে শুড় দিয়ে তুলে নিয়ে মাটিতে আছাড় দেয় এবং পা দিয়ে পিষ্ট করে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, এই ঘটনাটি এইট অপ্রত্যাশিত ঘটনা। একইসঙ্গে দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।