https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪

চালু হলো বঙ্গবন্ধু টানেল ও চট্টগ্রাম বিমানবন্দর

চট্টগ্রাম ব্যুরো
মে ২৭, ২০২৪ ১:০০ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!

ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বিমানবন্দর ও ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু টানেল চালু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়ে টানেলটিতে।

কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

অপরদিকে, সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো।

সোমবার (২৭ মে) সকালে আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে তা স্থল নিম্নচাপে পরিণত হবে। এদিকে, বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।