সংবাদ শিরোনাম ::
চার বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৫ মার্চ) এসব জায়গায় বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে। দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।এছাড়া অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা রাজশাহীতে ছিলো। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে।