https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪

চারমাস পর দেশে ফিরলো শিশুসহ ১৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
এপ্রিল ২৩, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া শিশুসহ ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশে ফিরে আসারা হলো- রুবেল কুমার নাথ, রাজিব বিশ্বাস, শঙ্কর দে, জয় দাস, সঞ্জয় দাস,উল্লাস দাস, দীপক দাস গুপ্তা, রুমন ঘোষ, রুবেল ঘোষ, প্রান্ত দাস, নাহিদা শেখ, দুই শিশু সন্তান ফয়েজ ইসলাম শেখ এবং ফাইজা শেখ।

ফেরত আসা দীপক দাস গুপ্ত বলেন, আমরা ভারতে ডংরু মেলায় ঘুরতে যাই। আগরতলায় একটি মন্দির দেখে ফেরার পথে আমাদের বহনকারী ভারতীয় গাড়িটির চালক একটি থানায় নিয়ে যায়। এরপর পুলিশ আমাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত একমাসের সাজা দেয়। কারাভোগ শেষে আমরা একটি হোমে ছিলাম। সেখান থেকে চারমাস পর দেশে ফিরলাম।

আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের কর্মকর্তা ওমর শরীফ এ বিষয়ে বলেন, শিশুসহ ১৩ বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তন করেছি। এরমধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে।