https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১ মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
মে ১, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ । ১৩ জন
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকালে শ্রমিক লীগের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে, পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ প্রাঙ্গণে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ। শেষে মে দিবস ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহিদদের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া করা হয়।