সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১লা এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী বলেন, রাত ১২টার দিকে আমার বাড়িকে লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।