https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪

চাঁদ দেখা যায়নি, বুধবার সৌদিতে ঈদ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ । ১২২ জন
Link Copied!

সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে ঈদ হবে বুধবার (১০ এপ্রিল)। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানায় সৌদির চাঁদ দেখা কমিটি। খবর-গালফ নিউজ।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ কাতার ও অস্ট্রেলিয়ায় বুধবার ঈদ পালিত হবে।

সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটিতে শেষ রোজা। এর পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এদিকে, বাংলাদেশে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে বলা হয়, চলতি বছর দেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে।