https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ । ১৪০ জন
Link Copied!

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। সভা সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এর আগে সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদির সাথে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হবে। শেরপুর,চট্টগ্রাম, বরিশাল, মৌলভীবাজার,পিরোজপুর, সুনামগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী,লক্ষীপুর, ভোলা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, পটুয়াখালী, বরগুনাসহ অনেক জেলায় ঈদুল ফিতর উদযাপন করা হবে।