চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দেশটির সুপ্রিম কোর্ট। এ তথ্য জানিয়েছেসংবাদমাধ্যম গালফ নিউজ।
আরও পড়ুন : পাঁচ বছরে হবে ১০ লাখ স্মার্ট কর্মসংস্থান
গালফ নিউজ’র প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ)। ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন :সরকারি অফিস চলবে সাড়ে ৭ ঘন্টা
ইসলামের ১২ মাসের সূচনা হয় চাঁদ দেখা সাপেক্ষে। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা নির্ধারণ করা হয়। আর সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহার দিন মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।