সংবাদ শিরোনাম ::
চাঁদা দাবির অভিযোগে গোদাগাড়ীর চার পুলিশ প্রত্যাহার
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে এক কিশোরকে তুলে নিয়ে চাঁদার অভিযোগে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৫ মে) বিকালে তাদের গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার চার পুলিশ হলো- প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ারুল ইসলাম, কনস্টেবল মো. রেজাউল করিম ও মিলন হোসেন।
এর শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম গ্রাম থেকে ওই কিশোরকে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপর রাত সাড়ে ১১টার দিকে ছেড়ে তাকে দেয়া হয়। ওই কিশোরের বাবা একজন কাপড় ব্যবসায়ী।
রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনায় চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।