চাঁদউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগ উপহার সামগ্রী বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গাগ্রামে চাঁদউল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশার নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও ১০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিকেলে ডেঙ্গাগ্রাম নিজ বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ডেঙ্গাগ্রাম কলেজের প্রভাষক আশরাফুল আলম।
উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পরিসংখ্যানবিদ মজিবুর রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, সোহেল রানা, গোলজার হোসেন, ওসমানগনি, মোক্তার হোসেন প্রমুখ।
এসময় চাঁদউল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমি নিজ অর্থায়নে আমার এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে চাউল, তৈল, ছোলা, ডাল, খেজুর বিতরণ করেছি।
চাঁদউল্লাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা জানান, চাঁদউল্লাহ ফাউন্ডেশন এর উদ্দেশ্য হলো এলাকার অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে অসহায় দরিদ্র মানুষের মুখে একটুখানি হাসি ফুটানো ও ঈদ আনন্দ ভাগাভাগি করা।