ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে পাল্টাপাল্টি ধাওয়া

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিরোধীপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে থেকে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

এর আগে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার ডেকেছেন- এ অভিযোগ এনে রোববার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ওই রাত এগারোটার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় সেখানে একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

সোমবারের আন্দোলন প্রসঙ্গে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, বিকেল সাড়ে ৩টায় আমরা ষোলশহর স্টেশনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু ৫টার দিকে হঠাৎ করে পেছন থেকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে। তখন আমরা নিজেদের আত্মরক্ষায় পাল্টা হামলা করি। পুলিশ সেখানে থাকলেও আমাদের নিরাপত্তা দিতে পারেনি।

এদিকে, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। কোটা আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের অভিযোগ-ছাত্রলীগ নেতাকর্মীরাই চাবি ছিনিয়ে নিয়েছেন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের নগরের ষোলশহর স্টেশনে যাওয়ার কথা ছিল।

চাবি ছিনতাইয়ের পর শাটল ট্রেন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, রাফির ভর্তি বাতিলের দাবিতে প্রক্টর অফিসে রাফিকে নিয়ে গেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। সেখানে কয়েকজন ‘সামান্য’ আহত হয়েছেন।

এর আগে গত রোববার রাত এগারোটার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।এসময় সেখানে একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

আন্দোলনের সমন্বয়ক চবি’র দর্শন বিভাগের চতুর্থ শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম। এসময় আমাদের ওপর অতর্কিতে হামলা হয়। দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানতে চাইলে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থপ্রতিম বড়ুয়া বলেন, ঘটনার পরে আমি এসেছি। শুনেছি, তারা নাকি নেত্রীর নামে বাজে স্লোগান দিচ্ছিল। এতোদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে পাল্টাপাল্টি ধাওয়া

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিরোধীপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে থেকে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

এর আগে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার ডেকেছেন- এ অভিযোগ এনে রোববার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ওই রাত এগারোটার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় সেখানে একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

সোমবারের আন্দোলন প্রসঙ্গে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, বিকেল সাড়ে ৩টায় আমরা ষোলশহর স্টেশনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু ৫টার দিকে হঠাৎ করে পেছন থেকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে। তখন আমরা নিজেদের আত্মরক্ষায় পাল্টা হামলা করি। পুলিশ সেখানে থাকলেও আমাদের নিরাপত্তা দিতে পারেনি।

এদিকে, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। কোটা আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের অভিযোগ-ছাত্রলীগ নেতাকর্মীরাই চাবি ছিনিয়ে নিয়েছেন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের নগরের ষোলশহর স্টেশনে যাওয়ার কথা ছিল।

চাবি ছিনতাইয়ের পর শাটল ট্রেন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, রাফির ভর্তি বাতিলের দাবিতে প্রক্টর অফিসে রাফিকে নিয়ে গেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। সেখানে কয়েকজন ‘সামান্য’ আহত হয়েছেন।

এর আগে গত রোববার রাত এগারোটার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।এসময় সেখানে একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

আন্দোলনের সমন্বয়ক চবি’র দর্শন বিভাগের চতুর্থ শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম। এসময় আমাদের ওপর অতর্কিতে হামলা হয়। দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানতে চাইলে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থপ্রতিম বড়ুয়া বলেন, ঘটনার পরে আমি এসেছি। শুনেছি, তারা নাকি নেত্রীর নামে বাজে স্লোগান দিচ্ছিল। এতোদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক।