https://bangla-times.com/
ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

গোসল করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সহকারী অধ্যাপকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ । ১৬ জন
Link Copied!

পাবনায় পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসার সহকারী অধ্যাপকের মৃত্যু হয়েছে। তার নাম-আব্দুস শাকুর (৫৩)। রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলার টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরে এই না ঘটে।

পাবনা সদরের দোগাছি ইউনিয়নের মহেন্দ্রপুরের ইসলাম পাটোয়ারীর ছেলে আব্দুস শাকুর। তিনি পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ছিলেন।

পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসা প্রিন্সিপাল ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২৮ এপ্রিল) মাদরাসা থেকে বাড়ি ফিরে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল যান আব্দুস শাকুর। এ সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন,মাদরাসার সহকারী অধ্যাপকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।