গোলাম আরিফ টিপুর মরদেহে জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বিশিষ্ট ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এর মরদেহে শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে১১টায় রাজশাহী কলেজ চত্বরে নিয়ে আসা হলে রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শ্রদ্ধাঞ্জলি জানান।
শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। এ সময় তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার উপস্থিত ছিলেন রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা। রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।