সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে ট্রাক ও স্টারিং সংঘর্ষ নিহত ১
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আড্ডা সারাই গাচ্ছি সড়কে ট্রাক ও স্টারিং মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোজাম্মেল হক বাবু (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তি দোষীমানি কাঁঠালের মাইনুল ইসলামের ছেলে।
জানা যায়, সোমবার (৬ মে) সকালে আড্ডা সরাইগাছি সড়কে আড্ডা থেকে যাওয়া একটি স্টারিং পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পাথর বোঝায় ট্রাক আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্টারিং চালক ঘটনা স্থলে নিহত হয়।
গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সোমবার (৬ মে) সকালে আড্ডা সরাইগাছি সড়কে আড্ডা থেকে বড়দাদপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি পাথর বোঝায় ট্রাক আসলে জিনাজপুর বাজারে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে স্টারিং চালক নিহত হয়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।