গোদাগাড়ীতে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১০:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
গোদাগাড়ীর হরিশংকরপুর পাঁচগাছি গোরস্থানে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে ইফতার ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৯ মার্চ) বিকালে হরিশংকরপুর পাঁচগাছি গোরস্থানের সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে এই দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আলোচনায় হরিশংকরপুর, দিয়াড় মোহাম্মদপুর, ভাটোপাড়া, পিরোজপুর, দাসপুকুর, কাদিপুরসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় মানুষজন অংশ গ্রহণ করেন।
ইফতার ও দোয়া – মাহফিলে উপস্থিত ছিলেন গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান সেলি, মিনারুল ইসলাম (মিনু), সেরাজুল ইসলাম, শাহীন, মিনারুল ইসলাম, পাঞ্জাব আলী, এছাড়া আরো উপস্থিত ছিল স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্কুল – কলেজ পড়ুয়া ছাত্রবৃন্দ।
ইফতার ও দোয়া -মাহফিল শেষে স্থানীয় মানুষজন অভিযোগ করে বলেন, গোরস্থানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন কথাবার্তা, তারা বলে এই গোরস্থানের অবকাঠামো অন্যান্য গোরস্থানের তুলনায় অনেক কম, এই গোরস্থানে সরকারি অনুদান বা অন্য কোন সরকারি প্রকল্প আসেনা। যার ফলে আমাদের গোরস্থানের এই দুর্দশা।
দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আতাউর রহমান যুক্তিবাদী ও মসজিদুল কুবা জামে মসজিদ হরিশঙ্করপুর এর পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন (সোহাগ)।