‘গৃহহীন থাকবে না দেশের একটি মানুষ’
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রত্যেকেই একটি ঠিকানা পাবে, উন্নত জীবন পাবে। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
রাজধানীর আগারগাঁওয়ে রোববার (১০ মার্চ) সকালে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে ১৯৭৫ সালের পর কোনো সরকারই পদক্ষেপ নেয়নি।আওয়ামী লীগ সরকারই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করে এবং সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করে।
শেখ হাসিনা বলেন, কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য ইতোমধ্যে এভিয়েশন ইউনিট গড়ে তোলার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিস্যাট নেট কমিউনিকেশন সিস্টেমসহ ৫টি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন।