গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, পরিবারের দাবি তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার শ্বশুড়বাড়ির লোকজন। নিহত গৃহবধূ মিনা খাতুন একই গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী।
জানা যায়, চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনের সাথে ১১ মাস আগে বিয়ে হয় মিনা খাতুনের। বিয়ের পর থেকেই সোহাগের পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর জের থেকে বৃহস্পতিবার (৬ জুন) রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
সোহাগের বাবা আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাত তিনটার দিকে মিনা খাতুনের মা-বাবাকে গিয়ে জানান, তাদের মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তারা তাৎক্ষণিক মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে দেখতে পান মিনা খাতুনের মরদেহ ঘরের মেঝেতে আছে।
নিহত মিনা খাতুনের মা আনজুয়ারা খাতুন অভিযোগ, আমি মেয়ের শ্বশুড়বাড়ি গিয়ে দেখি মরদেহ ঘরের মেঝেতে শোয়ানো। বাড়ির লোকজন একেক সময় একেক কথা বলছে। বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে।
চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।