গুলশানের বাড়ি ছাাড়তে হবে সালাম মুর্শেদীকে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
৯০ দিনের মধ্যে গুলশানের বাড়ি সালাম মুর্শেদীকে ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন-এর হাইকোর্ট বেঞ্চ এ প্রদান করেন। রায় পাওয়ার তিন মাসের মধ্যে গুলশানের বাড়ি ছাড়তে হবে সালাম মুর্শেদীকে।
অবৈধভাবে এতোদিন বাড়িটি দখল করে রেখেছেন সালাম মুর্শেদী। আদালতে জালিয়াতি কাগজ দেখানো হয়েছে বলে জানান রিটকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক। রায়ে বলা হয়েছে, এটি সরকারের সম্পত্তি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি হস্তান্তর অবৈধ।
এদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করবেন বলে জানান সালাম মুর্শেদীর আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাড়িটি নিয়ে তদন্ত চলমান থাকবে। প্রয়োজনে সালাম মুর্শেদী ও ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।