সংবাদ শিরোনাম ::
গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
উত্তম কুমার হাওলাদার, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে পড়ে মো.বসির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বসির ওই গ্রামের মো.বারেক হাওলাদারের ছেলে।
জানা যায়, তার বাড়ীতে চাম্বল গাছ কাটতে উঠে ডাল ভেঙ্গে সে ছিটকে মাটিতে পড়ে যায়। স্বজনরা তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






















