সংবাদ শিরোনাম ::
‘গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর সাথে থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শুক্রবার (২৬ এপ্রিল) সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান করেন।
এ সময় শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ রয়ে গেছে। তার আদর্শকে বাস্তবায়ণ করতে কাজ করে যাচ্ছি। দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকার ফলে এ অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে জানান।