গরম বাড়ার আভাস দিলো আবহাওয়া অফিস
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
গরম আরও বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তাপমাত্রা কমবে না বরং গরম আরও বাড়বে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শুক্রবারও (৮ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়ার বার্তায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।