গরমের মতোই পাল্লা দিয়ে চলছে লোডশেডিং
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
এপ্রিলের পয়লা দিনেই হঠাৎ বেড়েছে পমাত্রা। দেশের প্রায় সব জেলায় একদিনের ব্যবধানে গড়ে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বেড়েছে তাপমাত্রার পারদ। হঠাৎ তাপমাত্রা বাড়ায় অসহনীয় গরমে বিপাকে পড়েন মানুষ।
তাপমাত্রা বাড়ায় অসহনীয় গরমের মতোই পয়লা দিনেই চলছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পল্লী বিদ্যুৎ। দু’টি সাব স্টেশনের মাধ্যমে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করে আসছেন। শতভাগ বিদ্যুতায়িত এ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের লক্ষ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রেটি। কিন্তু বাস্তব চিত্র হল গ্রাহক লোডশেডিংয়ের যাঁতাকলে পড়েছে।
পল্লী বিদ্যুৎ গ্রাহক সাইফুল ইসলাম, হুমায়ুন কবির বলেন, অতিমাত্রায় লোডশেডিংয়ে ইবাদতে দিঘ্নতা ঘটছে। সারাদিন রোজা রেখে ইফতার করতে গেলে বিদ্যুৎ নিয়ে যায়।
পাহাড়পুর ইউপির সেজামুড়া গ্রামের আব্দুল বাছির নামে এক গ্রাহক বলেন, মঙ্গলবার পুরা রাত বিদ্যুৎ ছিল না, সেহরি কিছুক্ষণ আগে বিদ্যুৎ দিয়ে ঘন্টাখানেক পর আবার চলে যায়।
তবে সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিংয়ের বিষয়টি অস্বীকার করেন বিজয়নগর জোনাল অফিস সহকারী মহাব্যবস্থাপক (ওএন্ডএম)তোফায়েল আহম্মেদ বলেন, সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিং হয়না। শুধু গত তিনদিন ধরে বেশি বেশি লোডশেডিং হয়েছে।
তিনি আরও বলেন,হঠাৎ তাপমাত্রা বাড়ায় চাহিদার তুলনায় কম মেগাওয়াট পাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে কবে নাগাদ এর সমাধান হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।