সংবাদ শিরোনাম ::
গণহত্যা দিবসে জাতীয় কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত ১১টা থেকে রাত ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে এ কর্মসূচির আওতামুক্ত থাকবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ । গণহত্যা দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন।
জানা গেছে, গণহত্যা দিবসে সকাল সাড়ে ১০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ এবং মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা হবে।
এছাড়া ২৫ মার্চ নিহতদের স্মরণে এদিন দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়গুলোয় প্রার্থনা হবে।