https://bangla-times.com/
ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪

‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
জুন ৫, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ । ৩২ জন
Link Copied!

রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, আরএমপি’র সিটিটিসি উপপুলিশ কমিশনার সরকার ওমর ফারুক এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান বক্তৃতা করেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন।