https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪

গণপরিবহনে ৩৫ ভাগ নারী আসন দাবি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৪ ২:০১ অপরাহ্ণ । ৭৬ জন
Link Copied!

গণপরিবহনে ৩৫ ভাগ নারী আসন নিশ্চিতের দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামে একটি সংগঠন। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় সংগঠনটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। এতে প্রধান বক্তা ছিলেন-সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা।

এসময় তিনি বলেন, নির্মম বাস্তবতা হলো, যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছে। শুধুমাত্র সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫ ভাগ নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী- যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

সেভ দ্য রোড-এর দাবির সাথে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।