https://bangla-times.com/
ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

খেলতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর মরদেহ মিলল গলিতে

রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
এপ্রিল ২০, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুইদিন পরে বাড়ির পাশের গলি থেকে নিবির (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে বাড়িরর পাশের গলিতে প্রথমে মরদেহ দেখতে পান নিবিরের মা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি নিবির। এ ঘটনায় সদর থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও সন্ধান মেলেনি।

নিবির, ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও পৌর শহরের ওমান প্রবাসি আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। শনিবার সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চেচিয়ে উঠে মা এবং পরিবারের সবাইকে ডাকে। পরে থানায় জানানো হয়। এঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ ।

অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও, মিঠুন সরকার বলেন, কে বা কারা এর সাথে জড়িত তা শনাক্ত করার জন্য তদন্ত চলমান রয়েছে। আশাকরি শীঘ্রই মৃত্যুর কারণ জানা যাবে।