খালেদা জিয়া সুস্থ আছেন, চিকিৎসা নেবেন বাসায়
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতাবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হচ্ছে না। এখন তিনি বাসায়ই আছেন। বুধবার (২৭ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিত্সক ডা. জেড এম জাহিদ।
তিনি আরও বলেন, বুধবার (২৭ মার্চ) দুপুরের পর থেকে খালেদা জিয়া অসুস্থ করেন। এখন ভাল আছেন। তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায়ই চিকিৎসা নিবেন।
এদিকে, ডিএমপি কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়। তাকে চিকিৎসকের পরামর্শে বুধবার (২৭ মার্চ) রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। চিঠিতে এ বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছিলো।
মহামারি করোনা সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় আছেন খালেদা জিয়া। সবশেষ ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসভবনে ফেরেন তিনি।