সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার শরীরে জ্বর আছে, কমেছে অক্সিজেনের লেভেল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে এখনো জ্বর আছে। কমেছে অক্সিজেনের লেভেল। আল্ট্রাসনোগ্রাম করা হবে। এমনচাই জানিয়েছেন তার চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলছে।
রোববার (৩১ মার্চ) বেলা ১টার দিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক এ তথ্য জানান। এর আগে, শনিবার (২৯ মার্চ) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়।
এদিকে, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (৩০ মার্চ) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসকরা তার বাসায় যান। পর্যবেক্ষণ শেষে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া ত হয়। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে।এরপর সিসিইউতে ভর্তি করা হয়।
খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্টের সমস্যা ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া, ডায়াবেটিস, আর্থরাইটিস,দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে।