কোনাবাড়ীতে ঈদ বোনাস-বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবীতে কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানায় শ্রমিকেরা বিক্ষোভ করছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ৬ টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। কারখানার শ্রমিকদের সাাথে কথা বলে জানাযায় ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে।
কেয়া নীট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবী, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন কাহিনি শুরু করছে। আমরা সময় মত ঘর ভাড়া পরিষদ করতে পারছি না ঈদে আমরা বাড়ি যাব সেই সম্ভাবনা ও দেখছি না। কারখানার শ্রমিকেরা আরো জানায়, বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে কারখানার এডমিন ম্যানেজার সুমন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান শ্রমিকরা আমাদের কাছে এক মাসের বেতন চেয়েছে আমরা বলেছি ছুটির আগে এক মাসের বেতন দিয়ে দিব তারপরও তারা আজকে কাজ বন্ধ করে বিক্ষোভ করছে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, মালিকপক্ষ ফেব্রুয়ারি মাসের বেতন দিয়ে দিতে চাচ্ছে মার্চ মাসের বেতন আগামী সাত তারিখে দিবে। শ্রমিকরা এই দাবি না মেনে গত সাত দিন যাবত কাজ বন্ধ করে রেখেছে আজ তারা সকালে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। শ্রমিকরা সাত দিন যাবত কাজ বন্ধ রাখায় মালিকপক্ষ সময় মতো শিপমেন্ট দিতে যদি না পারে তাহলে মালিক টাকা কোত্থেকে দিবে বলে ও জানান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কাশিমপুর কোনাবাড়ি সড়ক যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।