সংবাদ শিরোনাম ::
কোটা ইস্যু: খুলনায় সড়ক অবরোধ
খুলনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে সরকারি বিএল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেয়।
অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে নর্দদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
কোটা পদ্ধতি সংস্কার দাবিতে গত এক সপ্তাহ ধরে সারা দেশের মতো খুলনায়ও আন্দোলন করছে শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।