সংবাদ শিরোনাম ::
কোটা আন্দোলনে রেসিডেনসিয়াল কলেজ শিক্ষার্থী ফারহান নিহত
নিজস্ব প্রতিনিথি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনকারীদের সাথে রাজধানীতে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম -ফারহান। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি।
এদিকে, কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরা-আজমপুর, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর, সাভার ও মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে আরও কয়েকজন নিহত হয়েছে।
অন্যদিকে, জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে রাজি রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।