https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

বাংলা টাইমস্
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ । ৪১ জন
Link Copied!

কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। এ সময় হেলিকপ্টারে তার সাথে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলো- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, কর্নেল ডানকান কিটানি, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন হিলারি লিটালি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কেনিয়ার সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি দেশটির রাজধানী নাইরোবির চারশ কিলোমিটার উত্তর-পশ্চিমে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়।

এদিকে, এ ঘটনায় তিন দিনের শোক পালন করছে কেনিয়া। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে দেশটি।