কুলিক নদী বাচাঁতে সুরক্ষা কমিটির মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর ম‚ল ধারাকে দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষা করতে কুলিক নদী সুরক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) উপজেলা পরিষদের মূল ফটকে কুলিক নদী সুরক্ষা কমিটির আহবায়ক ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, নদী সুরক্ষা সকমিটির সদস্য সচিব এ্যাভোকেট মেহেদী হাসান শুভ, সাবেক পৌর আ.লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম (ভিপি) প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভপতি হুমায়ুন কবির,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, যুগ্ন সম্পাদক জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা তামীম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কুলিক,নাগর,তিরনই নদী সুরক্ষার জন্য বলেন, রাণীশংকৈল পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত ‘কুলিক’ নদীতে ড্রেজার মেশিন দিয়ে খননকার্য পরিচালনা করে নদীর গভীরতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, নদীর দুই পাড়ের ভাঙ্গন রোধে ব্লকপাথর দিয়ে বাধাঁই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। কুলিক নদীর দুই পাড়ে পর্যাপ্ত বৃক্ষ রোপনের মাধ্যমে বনায়ন কার্যক্রম। নদীর দুই পাড়ে দখল উচ্ছেদ করিয়া নদীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কুলিক নদীকে পর্যটক বান্ধব নদীতে রূপান্তরের করতে হবে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আরো বলেন, কুলিক নদীর পানিকে পরিষ্কার ও বিশুদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করতে হবে। অতিথি পাখির নিরাপদ অশ্রয়স্থল অনিশ্চিত করতে হবে।