সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় বজ্রপাতে চার জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। জেলার বুড়িচং, দেবিদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনায় মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ মে) বিকালে বুড়িচং উপজেলার পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আলম হোসেন (২০) ও দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫৮) বজ্রপাতে মারা যান।
এছাড়া জেলার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০) ও চান্দিনা উপজেলার কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে কৃষক দৌলতুর রহমান (৪৭) মারা গেছেন।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী জানান, বজ্রপাতে মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।