ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কুবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও আন্দোলনে শিক্ষকরা

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা ও সব সন্ত্রাসীর বিচারের দাবিতে দ্বিতীয়দিনের মতো আবারও অবস্থান কর্মসূচি করলেছে শিক্ষক সমিতি। মঙ্গলবার (৭ মে) বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সাংস্কৃতিক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের দাবি এক দফা। দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না। আমাদের এক দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার সাথে কিন্তু তিনি সেখানে আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন এবং তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ন কর্মসূচির উপর হামলা করিয়েছেন। এভাবেতো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারেনা। আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায্যকারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরব, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এবিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোন ব্যাক্তির জন্য এতোবড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।

উল্লেখ্য, গত সোমবার (৬ মে) কুবি শিক্ষক সমিতি প্রথমবার অবস্থান কর্মসূচী পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও আন্দোলনে শিক্ষকরা

সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা ও সব সন্ত্রাসীর বিচারের দাবিতে দ্বিতীয়দিনের মতো আবারও অবস্থান কর্মসূচি করলেছে শিক্ষক সমিতি। মঙ্গলবার (৭ মে) বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সাংস্কৃতিক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের দাবি এক দফা। দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না। আমাদের এক দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার সাথে কিন্তু তিনি সেখানে আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন এবং তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ন কর্মসূচির উপর হামলা করিয়েছেন। এভাবেতো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারেনা। আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায্যকারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরব, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এবিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোন ব্যাক্তির জন্য এতোবড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।

উল্লেখ্য, গত সোমবার (৬ মে) কুবি শিক্ষক সমিতি প্রথমবার অবস্থান কর্মসূচী পালন করেছিলেন।