সংবাদ শিরোনাম ::
‘কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় ইস্যু খোঁজে বিএনপি। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এবার কুকি-চিন নিয়ে তারা ইস্যু খুঁজছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বান্দরবানের বিষয়টি নিয়ে সরকার শক্ত অবস্থানে। কুকি-চিন পুরো কোন অবস্থাতেই পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।