সংবাদ শিরোনাম ::
কুকি চিনের সহযোগী লাল লিয়ান বম গ্রেপ্তার
বান্দরবান প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় কেএনএফ’র আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম লাল লিয়ান বম। তিনি জেলার মৃত থন আলহ বমের ছেলে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রুমা উপজেলার বেথেল পাড়া থেকে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেনী বলেন, গ্রেপ্তার লাল লিয়ান বমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বান্দরবানে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।