কুঁড়েঘরে আগুন, ৫ শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
কুঁড়েঘরে আগুন লেগে পাঁচ শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ভারতের বিহারে রোহতাস জেলায়। খবর-এনডিটিভি ।
সংবাদ মাধ্যমে জানা গেছে, ভারতের বিহারে রোহতাস জেলায় সাসারামের নাসরিগঞ্জ মহকুমার ইব্রাহিমপুর গ্রামে মঙ্গলবার ((৯ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো- পুষ্পা দেবী (৩০), দুই মেয়ে কাজল কুমারী (৪) ও ওয়াদিয়া (২) এবং ছেলে বজরঙ্গী কুমার (৬), মায়া দেবী (২৫) এবং তার মেয়ে শিবানী (৩), কান্তি কুমারী (৬)। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য।
বিক্রমগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনিল বসাক এ বিষয়ে বলেন, মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় এ ঘটনা ঘটেছে। যখন আগুন লাগে তখন নিহতরা কুঁড়েঘরের ভিতরে ছিলেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মর্মান্তিক এই ঘটনায় মৃত্যুতে মুখ্যমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন।