কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মামুন উল হক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
কারিগরি শিক্ষা বোর্ডে প্রফেসর মো. মামুন উল হককে বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বোর্ডের আইসিটি পরিচালক হিসেবে রয়েছেন।
অন্যেদেক, সনদ বাণিজ্যের অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে ওএসডি করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এদিকে, সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর-রশীদ বলেন, সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ডিবিতে জিজ্ঞাসাবাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে ডাকা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনকে (৫৪) শনিবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।